সিলেটের বার্তা ডেস্ক:: ট্রাক উল্টে ৩ শিশুসহ ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় গাইবান্ধার পালাশবাড়ী উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহত ১৩ জনের তিন জন শিশু, দশ জন পুরুষ বলে জানা গেছে।
পলাশবাড়ী পুলিশ ফাড়ির ওসি মাসুদুর রহমান বলেন, ‘সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। আহতদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি পুলিশ প্রশাসন কাজ করছে।’
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় লাশ নিয়ে যাওয়া হয়েছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। গতকাল বুধবার রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার ফলে এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।