আজ শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলহজ, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:৩৫

সিলেটের দিকে আসছে ‘আম্ফান’

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২১, ২০২০, ০৪:২৮ পূর্বাহ্ণ
সিলেটের দিকে আসছে ‘আম্ফান’

সিলেটের বার্তা ডেস্ক:: ঘূর্ণিঝড় আম্ফান আজ সিলেট ও ময়মনসিংহের দিকে আসতে পারে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে।

সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে বুধবার (২০মে) বিকেল ও রাতে বৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবারও (২১মে) সিলেটে বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সিলেট।

আবহাওয়া বিভাগ বলছে, আম্ফানের প্রভাব সিলেট নগরে তেমন পড়বে না। তবে উজানে বৃষ্টিপাত বাড়বে। এ কারণে প্রধান নদ-নদীর পানি কিছুটা বাড়ার শঙ্কা আছে। একই সাথে সীমান্তবর্তী জৈন্তাপুর, কানাইঘাট ও গোয়াইনঘাট এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সিলেট আবহাওয়া কার্যালয়ের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, ‘আম্ফান মূলত উপকূলঘেষা খুলনা ও রাজশাহী বিভাগে প্রভাব ফেলবে। এছাড়া রংপুরের আংশিক এলাকায় প্রভাব ফেলতে পারে। একইসাথে ময়মনসিংহ দিয়ে এটি সিলেটের দিকে কাল অগ্রসর হতে পারে। তবে এর আগেই এটি দুর্বল হয়ে পড়বে। ফলে তেমন প্রভাব সিলেটে পড়বে না।’

তবে বৃহস্পতিবার ভোর রাতের দিকে আম্ফানের প্রভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। একইসাথে বাতাসের গতিবেগও বেশি থাকবে বলেও জানান তিনি।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০