সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বালাগঞ্জে ‘জমি’ দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ২১, ২০২০, ১২:০১ পূর্বাহ্ণ
বালাগঞ্জে ‘জমি’ দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের শঙ্কা

এম এ কাদির, বালাগঞ্জ প্রতিনিধি:: সিলেটের   বালাগঞ্জে বিরোধপূর্ণ জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

এনিয়ে যে কোন সময় উভয় পক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর মৌজার অন্তর্ভুক্ত ১৬ শতাংশ আউশ শ্রেণীর জমির মালিকানার দাবী নিয়ে দুই পক্ষের মধ্যে সৃস্ট বিরোধ স্থানীয় ভাবে আপোষ নিস্পত্তির প্রক্রিয়াধীন থাকা অবস্থায় একটি পক্ষ জমি দখলে নিতে চাষাবাদের চেষ্ঠা করছে অপর পক্ষ বিরোধ নিস্পত্তির পূর্বে জমি দখল মুক্ত রাথাতে তৎপর থাকায় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

জানাযায় স্থানীয় আলা পুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম ১৯৮৬সালে নশিওরপুর গ্রামের জনৈক্ রাশিদ আলীর কাছ থেকে নশিওরপুর মৌজার অন্তর্ভুক্ত ১৬ শতাংশ আউশ শ্রেণীর জমি ক্রয় করে ভোগ-ব্যবহার করে আসছেন।গত বছরের ২৫ মে ২০১৯ ইং এই সময়ে প্রবাসী নজরুল ইসলামের স্বজন মোঃ ফারুক মিয়া জমিতে আউশ ধানের চারা রোপন করেন।

চারা রোপনের পর দিন নশিওরপুর গ্রামের রফিক মিয়ার পুত্র মুজিবুর রহমান রিপন ও তার লোকজন সদ্য রোপন করা চারা ট্রাক্টর দিয়ে মাড়িয়ে দিয়ে জমি ক্রয় সূত্রে তাদের বলে দাবী করেন।এ নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের আহত হন ২১ জন।

মামলা পাল্টা মামলা দায়ের হয় বালাগঞ্জ থানায়।তৎকালিন স্থানীয় মুরব্বিয়ানরা সৃস্ট বিরোধ আপোষ নিস্পত্তির জন্য দুই পক্ষকে আহবান জানান এতে উভয় পক্ষ সম্মতি প্রদান করে, জমির মালিকানার কাগজপত্র মুরবিবয়ানদের কাছে জমা দেন।

মুরব্বিয়ানরা সংশ্লিস্টদের মাধ্যমে জমির মালিকানার কাগজপত্র যাছাই বাছাই করে প্রকৃত মালিক পক্ষকে সমজিয়ে বিরোধ আপোষ নিস্পত্তির প্রক্রিয়াধীন রয়েছে, বিরোধ নিস্পত্তি প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় গত শুক্রবার বিকেলে মুজিবুর রহমান রিপন ট্রাকটার দিয়ে জমিতে হাল চাষের চেষ্ঠা করেন।

বিষয়টি জানাজানি হলে যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলামের স্বজনরা মুজিবুর রহমানকে চাষাবাদে আপত্তি জানাতে আপোষ নিস্পত্তির সাথে সংশ্লিস্ট মুরব্বিয়ানদের শরনাপন্ন হন। অধিকাংশ মুরব্বিয়ানরা পবিত্র ইতেকাফ পালনে থাকায় ।বিষয়টি নিয়ে আলোচনায় বসতে পারছেন না।

এ ব্যাপারে নজরুল ইসলামের স্বজন ফয়ছল আহমদ জানান, পবিত্র রমজানে মাস পর সালিশান মুরব্বিয়ানরা প্রকৃত মালিক পক্ষকে জমি সমজিয়ে দিয়ে বিষয়টি আপোষ নিষ্পত্তির কথা রয়েছে,মুজিবুর রহমান আপোষ নিষ্পত্তির প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাতে মুরব্বিয়ানরা পবিত্র ইতেকাফ পালনে থাকার সুযোগে অনাধিকার র্পূবক জমি ভোগ দখলের ছেষ্টা চালিয়ে যাচ্ছে।

মুজিবুর রহমান জানান বিষটি মীমাংসার আগ পর্যন্ত জমি চাষাবাদের জন্য তাকে সালিশান মুরব্বিয়ানরা সম্মতি দিয়েছেন।

উক্ত ঘটনার সালিশ সংশ্লিষ্ঠ মুরব্বি মোঃ বাবরু মিয়া জানান বিরোধ র্পূণ জমি কোন পক্ষকে ভোগ দখলে দেওয়ার যুক্তি নেই বিরোধ নিস্পত্তির লক্ষে মুরব্বিয়ানরা জমির মালিকানার কাগজ পত্র ভূমি সংশ্লিষ্টদের মাধ্যমে যাছাই বাছাই করছেন পবিত্র রমজান মাস পর চূড়ান্ত সিন্দান্ত নেওয়া হবে।

বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান সিলেটের বার্তাকে বলেন, এবিষয়ে এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০