
সংবাদ বিজ্ঞপ্তি:: মহামারী করোনাভাইরাস এর কারণে সৃষ্ট পরিস্থিতি কর্মহীন হয়ে পড়া সিলেটের দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল স্ট্যান্ড এর সিএনজি অটোরিকশা চালকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন মহানগর ছাত্রলীগ নেতা ফাহিম রাজা।
আজ বুধবার (২০মে) দুপুরে ফাহিম রাজা ও তার পরিবারের পক্ষ থেকে তা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলাম ইউপি আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জুবেরী ছাদ, মহানগর যুবলীগ নেতা মো: আফজল হোসেন, জেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক শাহ ওলিদুর রহমান, যুবলীগ নেতা রাসেল আহমদ, সিলাম ইউপি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, মোস্তাক আহমদসহ স্হানীয় নেতৃবৃন্দ।
এদিকে একইদিন সিলাম এলাকার অসহায় ছাত্রলীগ কর্মীদের মাঝেও খাদ্যসামগ্রী উপহার প্রদান করা হয়।
বিতরণকালে অতিথিরা ছাত্রলীগ নেতা ফাহিম রাজা ও তার পরিবারের কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, মহামারী করোনাভাইরাস এর প্রাদূর্ভাব যতোদিন থাকবে ফাহিম রাজা ও তার পরিবার তাদের এই সাহায্য-সহযোগীতার হাত সম্প্রসারিত রাখবেন বলে আশাবাদ প্রকাশ করেন।