
সিলেটের বার্তা ডেস্ক:: আওয়ামী লীগের নিবেদীত প্রাণ কর্মী মঞ্জু মিয়া। সিলেট শহরে দলের মাইকিং করতেন তিনি। সর্বদা সকল অনুষ্ঠানে মঞ্জু মিয়া আছেন।
একদিকে প্যারালাইসিসে তিনি আজ ঘরবৈঠকি। অপরদিকে মহামারী করোনভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অসহায় পরিবার নিয়ে কষ্টে অতিবাহিত হচ্ছে জীবন। তাঁরই পাশে দাঁড়ালো রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট।
আজ বুধবার দুপুরে সিলেট নগরর শিবগঞ্জ ঠাকুরপাড়া এলাকায় মঞ্জু মিয়ার বাসভবনে গিয়ে তার শারীরিক খোঁজখবর নেন রেড ক্রিসেন্ট’র সেক্রেটারি ও মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো. আব্দুর রহমান জামিল ও রেড ক্রিসেন্ট’র কার্যকরী সদস্য সুয়েব আহমেদ।
এদিকে একই দিন নগরীর চাঁদনীঘাট এলাকায় ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম সিরাজুল ইসলাম আওলাদ হোসেন এর পরিবারকে রেড ক্রিসেন্ট’র পক্ষ থেকে খাদ্যসামগ্রী উপহার প্রদান করা হয়। এসময় মো. আব্দুর রহমান জামিল তাঁর ব্যক্তিগত তহবিল থেকে তাদের আর্থিক সহায়তাও প্রদান করেন।