
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:: সিলেটের গোয়াইনঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে সার, ধান ও সনজি বিতরণ করেছেন সেনাবাহিনীর সদস্যরা।
আজ বুধবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৫২ পদাতিক ব্রিগেড এর ব্যবস্থাপনায় ও ৩৪ বীর (রিয়ার) এর আয়োজনে গোয়াইনঘাট প্রেসক্লাব প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে কৃষি বীজ বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট ডিভিশনের মেজর কামরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, উপজেলা কৃষি অফিসার মোঃ সুলতান আলীসহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিসের তথ্যাবদান ও সার্বিক সহযোগিতায় এসময় উপজেলার বিভিন্ন স্হানের ৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এসব সার ও সবজি বীজ বিতরণ করা হয়।