আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৯:১১

বালাগঞ্জে ত্রাণ তালিকায় নিজ পরিবারের ৫ জনের নাম দিলেন ইউপি সদস্য!

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৯, ২০২০, ০৮:১১ অপরাহ্ণ
বালাগঞ্জে ত্রাণ তালিকায় নিজ পরিবারের ৫ জনের নাম দিলেন ইউপি সদস্য!

এম. এ কাদির, বালাগঞ্জ প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জে সরকারি বরাদ্দকৃত ত্রাণ তালিকায় নিজ পরিবারের ৫ জনের নাম অন্তর্ভুক্ত করাসহ অনিয়মের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

অভিযুক্ত এম সাহেদ বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য।

তার বিরুদ্ধে স্থানীয় শতাধিক লোক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)  কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

১৭ মে, রবিবার ইউপি সদস্য এস এম সাহেদের বিরুদ্ধে স্থানীয় ওর্য়াডের শতাধিক লোকের সাক্ষরিত অভিযোগ পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে দায়ের করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ইউপি সদস্য এস এম সাহেদ করোনা সংকটে কর্মহীন অসহায় মানুষের মধ্যে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির ত্রাণ বিতরণে নানা অনিয়মের পাশাপাশি তিনি সরকারি নির্দেশনা অমান্য করে যথাযত সুষম বন্টন না করে পছন্দের লোকজনকে একাধিকবার ত্রাণ প্রদান করছেন ।

এছাড়া সদ্য বরাদ্দ ২৫০০ টাকা ও ২০ কেজি চালের একটি তালিকায় নিজ পরিবারের ৫ সদস্যের নাম অর্ন্তভূক্ত করেছেন।

এতে করোনা সংকটে কর্মহীন অসহায় মানুষের মধ্যে সরকারের খাদ্য সহায়তা কর্মসূচির ত্রাণ বিতরণের মূল লক্ষ্য উদ্দেশ্যের বিপরীত ঘটছে।

বিষয়টি তদন্ত র্পূবক প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনে সংশ্লিস্টদের প্রতি আহবান জানানো হয়।

এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উক্ত অভিযোগটি তদন্ত প্রক্রিয়াধীন তদন্ত র্পূবক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন:  রাসুল সা. এর জীবনাদর্শই আদর্শ রাষ্ট্র গঠনের একমাত্র চাবিকাঠি-জমিয়ত মহাসচিব মাওলানা আফেন্দী

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১