সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

করোনা: মৃত্যুর মিছিল বাড়ছে সিলেটে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৮, ২০২০, ১০:২৭ অপরাহ্ণ
করোনা: মৃত্যুর মিছিল বাড়ছে সিলেটে

নিজস্ব প্রতিবেদক:: মহামারী করোনাভাইরাসে আক্রান্তে মৃত্যুর মিছিল বাড়তে চলেছে সিলেটজুড়ে। বিভাগের সকল জেলাকে ছাড়িয়ে গেছে সিলেট।

সর্বশেষ আজ সোমবার (১৮ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪২১ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ১৫৪ জন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে রোববার (১৭ মে) রাতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট জেলায় মৃত্যু সংখ্যা দাঁড়ালো ৪ জনে। আর আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫৪ জন।

এ কারণে বিভাগজুড়ে বাড়ছে আতঙ্ক। অন্যদিকে সিলেট বিভাগে করোনাকে জয় করে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৯২ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৬ জন, সুনামগঞ্জে ৩৫, হবিগঞ্জে ৩৯ জন এবং মৌলভীবাজার জেলায় ২ জন।

শনাক্ত হওয়া রোগী সংখ্যা বৃদ্ধি এবং সুস্থ হওয়া ব্যক্তিদের তথ্য জানিয়েছে সিলেট স্বাস্থ্য বিভাগ।

ওদিকে সিলেট জেলায় রোববার রাতে করোনাভাইরাসে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন। তবে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন সূত্র জানায়, সিলেট বিভাগে ১০ মার্চ থেকে সোমবার (১৮ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে সিলেট জেলায় ১৫৪ জন, সুনামগঞ্জে ৭৫, হবিগঞ্জে ১৩১ ও মৌলভীবাজার জেলায় ৬১ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া ১৫৪ জনের মধ্যে সিলেটে ৪২, সুনামগঞ্জে ৩৯, হবিগঞ্জে ৭২ ও মৌলভীবাজারে ১ জন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় এর প্রতিবেদন সূত্রে আরও জানায়, ১০ মার্চ থেকে সোমবার (১৮ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১১ হাজার ৫ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৯ হাজার ৯৮৬ জনকে।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১