সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট মহানগরীর ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মোগলটুলা নিবাসী আব্দুস সোবহান (নিশাদ) ইন্তেকাল করেছেন ( ইন্না- লিল্লাহি…… রাজিউন)।
আজ সোমবার সকাল সাড়ে ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বৎসর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে এক শোকবার্তায় মহানগর আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমেবেদনা জ্ঞাপন করেন।