সংবাদ বিজ্ঞপ্তি:: মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ ঠেকাতে সিলেটে কর্মরত সম্মুখভাগের যোদ্ধাদের রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট ও কোকা-কোলার যৌথ উদ্যোগে বিশুদ্ধ পানি উপহার প্রদান করা হয়েছে।
রবিবার দিনভর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, কোতোয়ালি মডেল থানা, জেলা প্রশাসক কার্যালয়, সিলেট রেড ক্রিসেন্ট অফিস, জালালাবাদ সেনাবাহিনী ক্যাম্পসহ বিভিন্ন প্রশাসনিক দফতর ও হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীদের ২শ’ কেস বিশুদ্ধ পানি ও ড্রিংক উপহার দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও কোকা-কোলা’র পক্ষে পানি প্রদান করেন কোভিড-১৯ অপারেশন টিমের সমন্বয়ক ও সাবেক যুব প্রধান মো. নাজিম খাঁন, কোকাকোলার এরিয়া ম্যানেজার উজ্জ্বল আহমেদ, সেলস ম্যানেজার আলতাফ মিয়া, কোভিড-১৯ অপারেশন টিমের উপ-সমন্বয়ক ও যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট এর যুব প্রধান শাহানুর চৌধুরী সাথী প্রমুখ।