আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৮:২৯

মোগলাবাজারে প্রতিবন্ধীর টাকা আত্মসাত, ডিজিটাল প্রতারক আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৭, ২০২০, ১১:৫২ অপরাহ্ণ
মোগলাবাজারে প্রতিবন্ধীর টাকা আত্মসাত, ডিজিটাল প্রতারক আটক

গ্রেফতারকৃত ব্যবসায়ী তারেক আহমদ

নিজস্ব প্রতিবেদক:: সিলেটের মোগলাবাজারে প্রতিবন্ধীর টাকা আত্মসাতকারী এক ডিজিটাল প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যবসায়ী তারেক আহমদ (২০) মোগলাবাজারের আনিলগঞ্জ বাজারের তারেক ভেরাইটিজ স্টোর এর পরিচালক এবং স্থানীয় আব্দুল আলীর ছেলে।

বিষয়টি রবিবার রাতে নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, আটক তারেক আহমদ ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে টাকা উত্তোলনের দায় স্বীকার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত বিকাশ এজেন্ট ব্যবসায়ী তারেকের বিকাশ দোকানির মাধ্যমে টাকা লেনদেন করে আসছেন থানা এলাকার দক্ষিন করিমপুর গ্রামের হাজী আপ্তাব আলীর ছেলে প্রতি প্রতিবন্ধী মো: মনজ্জুল আলী।

গত ৭ মে মনজ্জুল আলীর বিকাশ নাম্বরে সাড়ে ২৫ হাজার টাকা আসে। তিনি সেই টাকা উত্তোলনের জন্য ধৃত তারেকের দোকানে যান। পূর্ব থেকে তারেকে মনজ্জুল আলীর ব্যবহৃত বিকাশ একাউন্টের পিন নাম্বার জানতেন।

ওই দিন টাকা উত্তোলনে গিয়ে মনজ্জল আলী দেখেন ব্যালেন্সে কোন টাকা নেই।

পরে প্রতিবন্ধী মনজ্জুল পুলিশকে ফেঞ্জুগঞ্জবাজারের আয়েশা টেলিকম থেকে তার টাকা ক্যাশ আউট হয়েছে বলে জানালে।

পুলিশ ওই বাজারের সিসি টিভি ফুটেজে আটককৃত ব্যবসায়ী তারেক আহমদকে বিকাশ অ্যাপসের মাধ্যমে টাকা ক্যাশ আউট করার প্রমাণ পায়।

সিসি টিভি ফুটেজের সূত্র ধরেই টাকা আত্মসাতকারী প্রতারক তারেককে আটক করে পুলিশ।

ফেঞ্চুগঞ্জবাজারের এম এ খাতুন ম্যানসন এর আয়েশা মোবাইল সার্ভিসিং দোকানে ওই টাকাটা ক্যাশ আউট করা হয়েছে থানা পুলিশের অনুসন্ধানে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

এঘটনায় মোগলাবাজার থানার মামলা (নং ১২) দায়ের করা হয়।

আরও পড়ুন:  নগরীতে প্রবেশের আগে গাঁজাসহ আটক ১

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১