আজ সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, সকাল ৮:২৭

এতেকাফের দশ লাভ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৭, ২০২০, ০৫:৩২ অপরাহ্ণ
এতেকাফের দশ লাভ

আজ রবিবার, ২৩ রামাযান-১৪৪১ হিজরি মোতাবেক ১৭ মে-২০২০ ইংরেজি। নাজাতের তৃতীয় দিন আজ।

সিলেটের বার্তার নিয়মিত আয়োজন রামাযান প্রতিদিনে আজ ‘এতেকাফ’ নিয়ে লিখছেন জামেয়া ফরিদাবাদ সিলেটের শিক্ষক-লুকমান হাকিম

১- এতেকাফকারী এক নামাজের পর আর এক নামাজের জন্য অপেক্ষা করে থাকে, আর এ অপেক্ষার অনেক ফযীলত রয়েছে।

২- এতেকাফকারী কদরের রাতের তালাশে থাকে, যে রাত অনির্দিষ্টভাবে রামাযানের যে কোন রাত হতে পারে। এই রহস্যের কারণে আল্লাহ তাআলা সেটিকে বান্দাদের থেকে গোপন রেখেছেন, যেন তারা মাস জুড়ে তাকে তালাশ করতে থাকে।

৩- এতেকাফের ফলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক দৃঢ় হয় এবং আল্লাহ তাআলার জন্য মস্তক অবনত করার প্রকৃত চিত্র ফুটে উঠে।

৪– যখন কেউ মসজিদে অবস্থান করা পছন্দ করতে লাগে- মসজিদে অবস্থান করা পছন্দ হতে শুরু করলে মসজিদকে সে ভালোবাসবে, সেখানে নামাজ আদায়কে ভালোবাসবে। আর এ প্রক্রিয়ায় আল্লাহর সাথে তার সম্পর্ক মজবুত হবে। হৃদয়ে সৃষ্টি হবে নামাজের ভালোবাসা, এবং নামাজ আদায়ের মাধ্যমেই অনুভব করতে শুরু করবে হৃদয়ের প্রশান্তি। যে প্রশান্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছিলেন: নামাজের মাধ্যমে আমাদেরকে শান্ত করো হে বেলাল, নামাজের মাধ্যমে আমাদেরকে শান্ত করো হে বেলাল।

৫– মসজিদে এতেকাফের মাধ্যমে একমাত্র আল্লাহ তা’আলার উদ্দেশে নিজেকে আবদ্ধ করে নেওয়ার কারণে,মুসলমানের অন্তরের কঠোরতা দূরীভূত হয়, কেননা কঠোরতা সৃষ্টি হয় দুনিয়ার প্রতি ভালোবাসা ও পার্থিবতায় নিজেকে আরোপিত করে রাখার কারণে। মসজিদে নিজেকে আবদ্ধ করে রাখার কারণে দুনিয়ার প্রতি ভালোবাসায় ছেদ পড়ে এবং আত্মিক উন্নতির অভিজ্ঞতা অনুভূত হয়। মসজিদে এতেকাফ করার কারণে ফেরেশতারা দোয়া করতে থাকে, ফলে এতেকাফকারী ব্যক্তির আত্মা নিম্নাবস্থার নাগপাশ কাটিয়ে ফেরেশতাদের স্তরের দিকে ধাবিত হয়। ফেরেশতাদের পর্যায় থেকেও বরং ঊর্ধ্বে ওঠার প্রয়াস পায়।
৬– এতেকাফের মাধ্যমে অন্তরে প্রশান্তি আসে।
৭– বেশি বেশি কুরআন তিলাওয়াতের সুযোগ সৃষ্টি হয়।
৮– ঐকান্তিকভাবে তাওবা করার সুযোগ লাভ হয়।
৯– তাহাজ্জুদে অভ্যস্ত হওয়া যায়।
১০– সময়কে সুন্দরভাবে কাজে লাগানো যায়।

আরও পড়ুন:  শ্রীমঙ্গলে দধিচিড়া উৎসবে মঙ্গল কামনা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০