আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৯:০৭

ল্যাট্রিন বানানোর জের: হবিগঞ্জে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৭, ২০২০, ০৪:০১ অপরাহ্ণ
ল্যাট্রিন বানানোর জের: হবিগঞ্জে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন

লিটন পাঠান, মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে ল্যাট্রিন বানানোর জের ধরে বড় ভাইয়ের দায়ের কোপে খুন হয়েছেন এক ছোট ভাই। হবিগঞ্জে বড় ভাইয়ের দায়ের কোপে প্রাণ হারিয়েছেন ছোট ভাই।

নিহত মুফতি আব্দুল আহাদ (৩০) মাধবপুর উপজেলা বহরা ইউনিয়নের মেড়াশানী গ্রামে ইউনুছ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনুছ আলীর ছেলে ইদন মিয়া ও তার বড় ভাই মুফতি আব্দুল আহাদের মধ্যে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ চলছিল শনিবার( ১৬-মে) বিকালের দিকে আহাদ বাড়িতে একটি ল্যাট্রিন বানানোর
উদ্যোগ নেয়।এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে ইদন ছোট ভাই আহাদকে ধারালো দা দিয়ে পেছন দিক থেকে অতর্কিত মাথায় কোপ দেয় গুরুত্বর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আহাদকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাতে ১০টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এর সত্যতা নিশ্চিত করে বলেন আব্দুল আহাদের মৃত্যুর সংবাদ পাওয়ার পর পরই পুলিশ তার ঘাতক ভাই ইদন মিয়ার বাড়িতে গ্রেফতারের জন্য অভিযান চালায় ঘটনার পর পরই ইদন বাড়ি ছেড়ে পালিয়েছে পুলিশ তাকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রেখেছে।

আরও পড়ুন:  সিলেটে আলোচনায় আ.লীগের ১৯ সৌভাগ্যবান

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১