
সিলেটের বার্তা প্রতিবেদক:: সিলেটে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তেই চলেছে।
একদিনে নতুন ১৮ জনের শরীরে মরণব্যধি এই ভাইরাসটির উপস্থিতি ধরা পড়েছে।
বিষয়টি সিলেটের বার্তাকে নিশ্চিত করেছেন সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।
সূত্র জানায়, ১৬ মে, শনিবার সিলেটে নতুন করে আক্রান্ত হলেন আরো ১৮ জন।সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় নতুন করে আরো ১৮ টি রিপোর্ট আসে পজেটিভ এবং নেগেটিভ রিপোর্ট আসে ৭৬টি।
এর আগে শনিবার (১৬ মে) সকাল পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সুত্রে ৩৫৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
শনিবার নতুন ১৮ জন করোনা আক্রান্ত নিয়ে সিলেটে মোট আক্রান্তের সংখ্যা ৩৭৭ জনে দাঁড়ালো। শনাক্ত হওয়া ১৮ জনই সিলেট জেলার বাসিন্দা। বর্তমানে সিলেট জেলায় ১৩৪ জন, সুনামগঞ্জে ৬৮ জন, হবিগঞ্জে ১১৮ জন ও মৌলভীবাজারে ৫৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক ডা. আনিসুর রহমান জানান, সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ১৪১ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৯ জন ও মারা গেছেন ৬ জন।
এর আগে ১৫ মে সিলেট পিসিআর ল্যাবে সংগৃহিত নমুনা থেকে মোট ৮৫ জনের রিপোর্ট আসে। ওই রিপোর্টে ১৩ টি পজেটিভ রিপোর্ট আসে।