
সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লাশের মিছিল ক্রমশ: বাড়ছেই। একদিনে মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছেন আরও ১৬ জন। এপর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ৩১৪-জনে দাঁড়ালো।
এদিকে নতুন করে শনাক্ত হয়েছেন ৯৩০ জন। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০৯৯৫ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ২৩৫ জন। মোট সুস্থ্য হয়েছেন আজ পর্যন্ত ৪১১৭ জন।
১৬ মে, শনিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মোট নমুনা পরীক্ষা করা হয় ৬৭৮২ টি। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৩০ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা শনিবার, ১৬ মে পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৮২৭ জনে।