লিটন পাঠান, মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে বেপরোয়া একটি ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আলাল মিয়া (৩০) নামে এক অটোরিকশা যাত্রী।
শনিবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা শাহপুর নতুন বাজার এলাকায় ট্রাক-অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আলাল মিয়া উপজেলার দক্ষিন বেজুড়া গ্রামের রইছ আলীর ছেলে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্হলে গিয়ে লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতেলে প্রেরন করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক মনির হোসেন বলেন, সিলেটগামী একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দিলে এতে ঘটনাস্থলে একজন নিহত হন।