আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৮:০১

কদমতলী এলাকার অসহায় মানুষের মাঝে উম্মাহ এইড এর খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৬, ২০২০, ০৪:৫০ অপরাহ্ণ
কদমতলী এলাকার অসহায় মানুষের মাঝে উম্মাহ এইড এর খাদ্যসামগ্রী বিতরণ

কদমতলী এলাকায় অসহায় মানুষের মাঝে উম্মাহ এইড এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করছেন অনুষ্ঠানের অতিথিরা।

প্রেসবিজ্ঞপ্তি: কোভিড-১৯-মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া সিলেট নগরীর কদমতলী এলাকার অসহায় শতাধিক পরিবারের মাঝে আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা উম্মাহ এইড।

আজ শনিবার বেলা আড়াইটার সময় কদমতলী পাঠানপাড়া মেট্রোসিটি প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে সামাজিক দূরত্ব বজায় রেখে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি ও মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মো. আব্দুর রহমান জামিল, সিসিক কাউন্সিলর ও প্যানেল মেয়র রোটারিয়ান তৌফিক বক্স লিপন, মহানগর আ.লীগ নেতা হাজী হেলাল বক্স, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল মালিক মারুফ, রেড ক্রিসেন্ট’র আজীবন সদস্য সাহেদ আহমদ সুমিন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাসিত সেলিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম (সিরুল), বিশিষ্ট সমাজসেবী আক্তার উদ্দিন নাদির, এনায়েত উল্লাহ সজীব।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক জাকির হোসেন-বিদেশে অবস্থানরত সিলেটিসহ যেসব দাতাসদস্যরা উম্মাহ এইড এর খাদ্যসামগ্রী বিতরণ করছেন সিলেটবাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, প্রবাসীরা আমাদের দেশের অর্থনৈতিক চাকা সচল রাখেন। দেশের নাজুক পরিস্থিতিতে প্রবাসীরা তাদের উভয় হাত প্রসারিত করে দেন।

মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশের মানুষের কষ্ট লাঘবের জন্য তাদের এই উদ্যোগ প্রশংসনীয়।

খাদ্যবিতরণ অনুষ্ঠানের স্বেচ্ছাসেবীর দায়িত্বে থেকে সার্বিক সহযোগিতা করেছেন জুনেদ আহমদ, ফাহাদ আহমদ, মুহিব আহমদ, জাকি আহমদ, জুবেদ আহমদ, সুহেজ আহমদ প্রমুখ।

 

আরও পড়ুন:  আইকনের কমিটি গঠন: চেয়ারম্যান আরিফ, পরিচালক আব্দুল গনী

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১