সিলেটের বার্তা ডেস্ক:: নারায়ণগঞ্জেএকদিনে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৪জন। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪ জন।
শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭৪ জনের করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে। আর এখন পর্যন্ত জেলায় মোট ছয় হাজার ৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে এক হাজার ছয়শ নয়জনের ফলাফলে পজিটিভ এসেছে।
জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত মোট রোগীর সংখ্যা এক হাজার পাঁচশ ৩৫ জন (মৃত্যুসহ)। এদের মধ্যে জেলায় মোট মৃত্যু হলো ৬১ জন আর সুস্থ হয়েছেন তিনশ ৮৬ জন।