সিলেটের বার্তা ডেস্ক:: মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সিলেটের অসহায় মানুষের পাশে নিরলস কাজ করে যাচ্ছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মানবিক পুলিশ সদস্য সফি।
আসন্ন ঈদ উপলক্ষে প্রাপ্ত বোনাস এর টাকা ও নিজের প্রবাসী আত্মীয়-স্বজন, বন্ধু ও ভাইদের সহযোগিতা, উৎসাহ আর প্রেরণার মাধ্যমে তিনি সমাজের ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন।
তার এই কাজে সহযোগিতা করছেন কনস্টেবল শফিকুল আলম রুবেল ও প্রাইভেট ক্লিনিক এর ম্যানেজার মায়শা বেগম।
এ পর্যন্ত অসহায় মধ্য বিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত আছে,পর্যন্ত প্রায় ৮০০ পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন।
সফি আহমদ বলেন, আমার কাজে টাকা শ্রমসহ সকল প্রকার সহযোগিতা যারা করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই।