সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটে একদিনে পাঁচ নার্সসহ ১৩ জন করোনা আক্রান্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৬, ২০২০, ০১:৪২ পূর্বাহ্ণ
সিলেটে একদিনে পাঁচ নার্সসহ ১৩ জন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দিন দিন হু হু করে বাড়তেই আছে।

সিলেট জেলায় গত ২৪ ঘন্টায় ৫ নার্সসহ আরও ১৩ জনের শরীরে ধরা পড়েছে মরণব্যাধি এই ভাইরাস।

শুক্রবার (১৫ মে) নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১১৬ জনে। আর পুরো বিভাগে করোনা শনাক্ত রোগী সংখ্যা বেড়ে হয়েছে ৩৫৮ জন।

ডা. হিমাংশু লাল রায় বলেন, শুক্রবার ৮৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তদের সবাই সিলেট জেলার বাসিন্দা।

এদিকে নতুন ১৩ জন নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৮ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১১৬, সুনামগঞ্জে ৬৭, হবিগঞ্জে ১১৮ ও মৌলভীবাজার জেলায় ৫৭ জন।

ওদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ২ জন। তবে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১