সংবাদ বিজ্ঞপ্তি:: সিলেটের বিয়ানীবাজার উপজেলার আঙ্গুরা মুহাম্মদপুর গ্রামের মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের আর্থিক সহায়তা প্রদান করেছে আঙ্গুরা মুহাম্মদপুর ওয়েলফেয়ার ট্রাস্ট।
মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সারাবিশ্বসহ দেশের মানুষ মানুষ আজ গৃহবন্দী। দেশের সার্বিক পরিস্থিতি অনেকটা স্থবির হয়ে পড়েছে।
সেই সাথে চলছে রমজান মাস। সবমিলিয়ে পরিস্থিতি একেবারেই নাজুক হয়ে পড়েছে।
এই সংকটময় মুহূর্তে আর্থিক সহায়তা নিয়ে ইমাম-মুয়াজ্জিনদের পাশে দাঁড়িয়েছে আঙ্গুরা মুহাম্মদপুর ওয়েলফেয়ার ট্রাস্ট।
উল্লেখ্য যে, ইতোমধ্যে রমজানের আগে ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে রমজানে ইফতার সামগ্রী গ্রামের ১৭৭ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।
বিষয়টি নিশ্চিত করেন ওয়েল ফেয়ার ট্রাস্টের সভাপতি সুলতান মাহমুদ সাজু, সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক, ইসতিয়াক আহমদ সায়েল, কোষাধক্ষ্য জুবের আহমদ।