আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, রাত ২:৩৭

হবিগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই বোনকে পেটালো বখাটেরা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৫, ২০২০, ১১:০৯ অপরাহ্ণ
হবিগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই বোনকে পেটালো বখাটেরা

লিটন পাঠান, মাধবপুর:: হবিগঞ্জের মাধবপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই বোনকে পিটিয়ে আহত করেছে বখাটেরা।

আহত অবস্থায় দুই বোনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জে দুই বোনকে ধর্ষণের অভিযোগে থানায়।

এ ঘটনায় নির্যাতনের শিকার বড় বোন শুক্রবার ১৫-মে) দুপুরে মাধবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বহরা ইউনিয়নের গাঙ্গাইল গ্রামের সাইফুল ইসলাম ও শহীদুল ইসলাম নামে দুই বখাটে যুবক মিলে ওই গ্রামে ভাড়া থাকা অবস্থায় দুই বোনকে উত্ত্যক্ত করত।

বড় বোনের স্বামী ঢাকায় থাকাবস্থায় বৃহস্পতিবার বিকেলে দুই-যুবক তাদের ঘরে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা চালায়।

এ সময় তাদের আর্ত চিৎকার ও বাধার মুখে ধর্ষন করতে না পেরে দুই বোনকে পিটিয়ে আহত করা হয়।

পরে গ্রামের লোকজন তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায় নির্যাতিতা বড় বোন জানান, তার স্বামী ঢাকা একটি পোশাক কারখানায় কাজ করে করোনার কারনে গ্রামে আসতে পারে না।

ছোট বোনকে নিয়ে একটি ভাড়াটিয়া বাসায় থাকা অবস্থায তারা এ ঘটনা ঘটেছে। আমরা এ ঘটনায় আইনের আশ্রয় প্রার্থী হয়েছি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্তে অভিযোগ সত্য হলে দোষীদের বিরুদ্দে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:  প্রেমের বিয়ে না মানায় নবদম্পতির আত্মহত্যা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১