গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা:: সিলেটের গোয়াইনঘাটে যুবলীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ এর মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার ছৈলাখেল অষ্টম খন্ড গ্রামের মৃত হযরত খান এর ছেলে রেজা খান ও আসামপাড়া হাওর গ্রামের মোকাদ্দছ আলীর ছেলে রাসেল শিকদার।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে
শুক্রবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে গোয়াইনঘাট থানা পুলিশ তাদের আটক করেন।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল আহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার অপর আসামিদের আটক করতে থানা পুলিশ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। খুব শিঘ্রই তাদের আটক করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানিয়েছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তিদ্বয়কে গাজীপুরের চন্দ্রা থেকে গোয়াইনঘাট থানায় নিয়ে আসা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উল্লেখ্যঃ পূর্ব বিরোধের জের ধরে গত ৫ মে রাতে গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল কাশেমের সাথে তার প্রতিবেশী আব্দুল হান্নান নামের এক যুবকের মারামারির ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে আব্দুল হান্নান ও তার স্বজনরা মিলে যুবলীগ নেতা আবুল কাশেমের বাড়িতে হামলা চালায়। হামলা চলাকালীন সময়ে কে বা কারা কাশেমের বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ওই যুবলীগ নেতার দুইটি বসতঘর, একটি মোটর সাইকেল, টিভি, ফ্রিজ ও ঘরের মূল্যবান সব আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডে প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে দাবী করে যুবলীগ নেতা আবুল কাশেম বাদী হয়ে আব্দুল হান্নানকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন।