সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

থানায় এনে দারিদ্র্য ও কর্মহীন পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিল মোগলাবাজার থানা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৫, ২০২০, ০৮:২৬ অপরাহ্ণ
থানায় এনে দারিদ্র্য ও কর্মহীন পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিল মোগলাবাজার থানা

সিলেটের বার্তা ডেস্ক:: মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দারিদ্র্য ও কর্মহীন পরিবারের তালিকা করে তাদের থানা নিয়ে এসে খাদ্য উপহার প্রদান করেছে মোগলাবাজার থানা পুলিশ।

আজ শুক্রবার (১৫মে) দুপুরে থানা কম্পাউন্ডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের হায়ে খাদ্য সহায়তা প্রদান করেন থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন।

মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম’র প্রেরণা উৎসাহের ফলে থানা পুলিশ তাদের এই কর্মতৎপরতা অব্যাহত রেখে চলেছেন।

এরই ধারাবাহিকতায় আজ এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়৷ এসময় উপস্থিত ছিলেন থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে।

থানা এলাকার রায়না বেগম (৪১) স্বামী: আহম্মদ আলী, সাং ছত্তিঘর, ২। রাহেনা বেগম (২৫) স্বামী: সেলিম মাহমুদ সুজন, সাং নাজিরের চক, ৩। রাবিয়া বেগম (২৬) স্বামী: ফরিদ মিয়া, সাং উত্তর ছত্তিঘর, ৪। রহিম উল্লাহ (৭০) পিতা: মৃত আয়াত উল্লাহ, সাং কান্দিয়ার চর, ৫। মনোয়ারা বেগম (৬০) স্বামী: মৃত চান মিয়া, সাং উত্তর ছত্তিঘর, ৬। হেলেনা বেগম (৩০) স্বামী: আবদার আলী, সাং নৈখাই, ৭। আনোয়ারা বেগম(৭০) স্বামী: মৃত মনির আলী, সাং নৈখাই, সর্ব থানা- মোগলাবাজার, জেলা গংদের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান হয়।

 


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০