আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ২:২৩

মৌলভীবাজারে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারকালে আটক ৩

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৫, ২০২০, ০৭:৫৩ অপরাহ্ণ
মৌলভীবাজারে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারকালে আটক ৩

সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজারে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারকালে তিন যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন-জেলার কুলাউড়া উপজেলার তজম্মুল আলীর ছেলে সাদেক (২৭) একই উপজেলার মদরিছ আলীর ছেলে মফিজ আলী (২৮) ও বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের কাঞ্চলপুর গ্রামের আব্দুল হকের ছেলে সৈয়দ আহমদ অরফে সয়েদ হোসেন (৩৫)।

জেলার বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক শাহবাজ তদন্ত কেন্দ্রের পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারত সীমান্ত সংলগ্ন আতুয়া এলাকায় পুলিশের বিশেষ অভিযান চলাকালে ১৯৫ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। এসময় ইয়াবা বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ইয়াবা বিক্রির ৩৮ হাজার টাকাও জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের বিত্তিতে আতুয়া ব্রিজ এলাকায় বিজিবির সহায়তায় তিন যুবককে আটক করা হয়। এসময় এক যুবক সীমান্ত এলাকার দিকে দৌঁড়ে পালিয়ে যায়। আটককৃতদের দেহ তল্লাশি করে ১৯৫ পিস ইয়াবা বড়ি ও বিক্রির নগদ ৩৮ হাজার টাকা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা বহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোশাররফ হোসেন। পরে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাদেরকে গ্রেফতার দেখানো হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক ইয়াবাসহ তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (১৫ মে) বিকেলে বলেন, ‘শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন:  সিলেটে করোনায় দুই জনের মৃত্যু

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১