সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীর মাছুদিঘীরপাড় থেকে সাজ্জাদ হোসেন নামের সপ্তম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার (১৪মে) সকাল সাড়ে ১১টার দিকে সাজ্জাদ হোসেন মাছুদিঘীরপাড় প্রবাহ-৩৪ নিজ বাসা থেকে বেরিয়ে যান, অনেক খোঁজাখুজির পরও তাকে পাননি স্বজনরা।
এ ঘটনার পর নিখোঁজ কিশোরের বাবা মো. জামাল হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৬৮৩) করেছেন।
সাধারণ ডায়েরীতে জামাল হোসেন উল্লেখ করেন, তার পৈত্রিক নিবাস ঢাকা মিরপুর-১ দারুস সালাম এলাকায় হলেও বর্তমানে মাছুদিঘীরপাড় প্রবাহ-৩৪ বাসায় ভাড়া থাকেন। এদিন সকালে তার ছেলে কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেনি।
নিখোঁজ কিশোরের উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, দেখতে শ্যামলা, পরণে হালকা ব্লু রংয়ের শার্ট ও জিন্সের প্যান্টি ছিল। সে ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলে। ছেলেটির খোঁজ পেলে ০১৭১২-৬৪৬১৩৫ নাম্বারে যোগাযোগের