আজ বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১১:০৪

কানাইঘাটে বন্ধুর বাড়ি থেকে গোলাপগঞ্জে স্ত্রী হত্যাকারী স্বামী গ্রেফতার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৫, ২০২০, ০৫:৪১ অপরাহ্ণ
কানাইঘাটে বন্ধুর বাড়ি থেকে গোলাপগঞ্জে স্ত্রী হত্যাকারী স্বামী গ্রেফতার

সিলেটের বার্তা প্রতিবেদক:: সিলেটের কানাইঘাটে বন্ধুর বাড়ি থেকে গোলাপগঞ্জে স্ত্রী হত্যাকারী ঘাতক এনাম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৫ মে) দুপুরে কানাইঘাট থানা পুলিশের সহায়তায় কানইঘাটের ময়না সাকিন গ্রামে বন্ধুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত এনাম উদ্দিন বাঘা মাঝের মহল্লা গ্রামের মৃত হারিছ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

পুলিশ সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে তিনটায় অভিযান চালিয়ে মামলার ৪নং আসামী আজিরুন নেছা (৪০) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

সে বাঘা মাঝের মহল্লা গ্রামের মন্তাই মিয়ার স্ত্রী। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিরস্ত্র) জাহিদ হাসান এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে নামে।

উল্লেখ, গত ১১ মে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী শিল্পী বেগমকে বাটি দা দিয়ে গলা কেটে হত্যা করে এনাম উদ্দিন। এ ঘটনায় নিহত শিল্পী বেগমের ছোট ভাই মো. আব্দুছ ছামাদ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা করেন।

আরও পড়ুন:  আ.লীগের উপদেষ্টা পরিষদে স্থান পাওয়া ৪৬ জনের তালিকা প্রকাশ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১