আজ বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১০:৪৪

গোপালটিলা থেকে ছাত্রলীগ নেতা সৌরভ গ্রেফতার

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৫, ২০২০, ০৫:০৩ অপরাহ্ণ
গোপালটিলা থেকে ছাত্রলীগ নেতা সৌরভ গ্রেফতার

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটে প্রাণীসম্পদ কর্মকর্তার উপর হামলার ঘটনায় মামলার এজহারভূক্ত আসামী আরেক ছাত্রলীগ নেতাকে টিলাগড়ের গোপালটিলা এলাকা থেকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা সৌরভ দাশ সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য।

আজ শুক্রবার বেলা ২টার দিকে টিলাগড় গোপালটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে শাহপরান (রহ.) থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, সৌরভ জেলা প্রাণীসম্পদ কর্মকর্তার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামী।

এ মামলার আরেক আসামী জেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষা সম্পাদক কনক পাল অরুপকে ঘটনার দিন বিকালেই গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত সোমবার ঘটনার দিবাগত রাতেই সিলেট বিভাগীয় প্রাণীসম্পদ কর্মকর্তা ড. আমিনুল ইসলাম বাদী হয়ে শাহপরান থানায় এ মামলা (নং- ৪/২০২০) দায়ের করেন। মামলায় প্রধান আসামী করা হয় সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রনজিৎ সরকারকে।

মামলার অন্যান্য আসামীরা হলেন ছাত্রলীগ নেতা কনক পাল অরূপ, রাহুল চৌধুরী, অপু তালুকদার, মিঠু তালুকদার, আকাশ, সাহেদ, সৌরভ দাস, রুহেল ও শামীম আলী। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ৮-১০জনকে আসামী করা হয়েছে।

আরও পড়ুন:  শবে বরাতে বিভিন্ন মাদরাসায় এসএমপি কমিশনারের উপহার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১