সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

১৯০০টাকা মোবাইলে পাবেন কচি শিক্ষার্থীদের মায়েরা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৪, ২০২০, ১১:১৯ অপরাহ্ণ
১৯০০টাকা মোবাইলে পাবেন কচি শিক্ষার্থীদের মায়েরা

শিক্ষাঙ্গন বার্তা:: দেশের কচি শিক্ষার্থীদের মায়েদের মোবাইলে ১ হাজার ৯০০টাকা করে নগর অর্থ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।     

মহামারী করোনা পরিস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীর মায়েদের নগদ অর্থ দেওয়া হবে।

শিক্ষা উপকরণ ও চলতি বছরের ছয় মাসের উপবৃত্তি বাবদ মোট এক হাজার ৯০০ টাকা রকেট অথবা বিকাশ অ্যাকাউন্টে পাঠানো হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে জানা গেছে।

ডিপিই থেকে জানা গেছে, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা ক্রয় বাবদ মাথাপিঁছু এক হাজার টাকা করে দেওয়া হবে। সম্প্রতি বিষয়টি সরকারি অনুমোদন হওয়ার পরে উপবৃত্তি প্রকল্পের ফেস-৩ (তৃতীয় ধাপে) এ কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে অনলাইন ভিত্তিক এ অর্থ দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে।

জানা গেছে, করোনা পরিস্থিতিতে কিছুটা আর্থিক সহায়তা দিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত উপবৃত্তির অর্থ দেওয়া হবে। মাসিক ১৫০ টাকা করে ছয় মাসে মোট ৯০০ টাকা দেওয়া হবে। শিক্ষা উপকরণ বাবদ ও ছয় মাসের উপবৃত্তির অর্থ একত্রিত করে শিক্ষার্থীর মায়েদের মোবাইল নম্বরে মোট এক হাজার ৯০০ টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডিপিই মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, আমাদের সব প্রস্তুতি শুরু হয়ে গেছে, আগামী এক সপ্তাহের মধ্যেই এ অর্থ শিক্ষার্থীদের মায়েদের মোবাইল ফোন নম্বরে বিকাশ বা রকেট অ্যাকাউন্টে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। খুব দ্রুতই এ অর্থ তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১