আজ বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১১:৫৬

৪৮২ বাংলাদেশি ফিরলেন ভারত থেকে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৪, ২০২০, ১১:০৬ অপরাহ্ণ
৪৮২ বাংলাদেশি ফিরলেন ভারত থেকে

প্রবাস বার্তা:: মহামারী করোনাভাইরাসের কারণে  ভারতে আটকে পড়া ৪৮২ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন।

 

আজ বৃহস্পতিবার (১৪ মে) দিল্লি ও চেন্নাই থেকে তারা ঢাকায় পৌঁছেন। পরে দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ১৪১ জন ও ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে ১৬৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এছাড়া এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে ১৬৮ জন ফিরেছেন।

হাইকমিশন জানায়, গত তিন সপ্তাহে দিল্লি, চেন্নাই, মুম্বাই, কলকাতা ও বেঙ্গালুরু থেকে ২৫টি বিশেষ ফ্লাইটে ভারতে আটকে পড়া তিন হাজারেরও বেশি বাংলাদেশিকে দেশে ফেরানো হয়েছে। বাংলাদেশ ও ভারত উভয় সরকার আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করছে।

১৪ মে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরানোর তৃতীয় দফার বিশেষ ফ্লাইট শেষ হয়েছে। এখন ভারত থেকে আপাতত আর বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে না। তবে যাত্রী প্রাপ্তি সাপেক্ষে পরবর্তীকালে বিষয়টি বিবেচনা করা হবে।

আরও পড়ুন:  সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ আলেমদের আর্থিক সহযোগিতা করলো ইউরোপ জমিয়ত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১