সিলেটের বার্তা ডেস্ক:: মাহে রমাযানের শেষ প্রান্তে সবাইকে শবে কদর তালাশে ইবাদতে মনোনিবেশ করার আহবান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট জেলা জমিয়তের সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মুফাক্কিরে ইসলাম আল্লামা শায়খ যিয়া উদ্দিন।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শায়খ যিয়া বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমাজান এসেছিলে আমাদের মাঝে। দেখতে দেখতে বরকতপূর্ণ মাসের শেষ দশকে এসে হাজির। বাকি দিনগুলো অত্যন্ত গুরুত্বের সাথে ইবাদতে কাটানো উচিত সকলের।
তিনি বলেন, করোনা ভাইরাস দিন দিন আরো ব্যাপক হচ্ছে। বুঝা যাচ্ছে আমরা আল্লাহর কাছে নিজেদেরকে পরিপূর্ণরূপে সমর্পণ করতে পারিনি। এজন্য করোনাও যাচ্ছে না। তিনি সকলকে ধৈর্যধরাণ করে আল্লাহর কাছে খাসভাবে তওবা ও ইস্তেগফার করার আহ্বান জানান।
হাদীস শরীফে আসছে রাসূল সা. বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাওয়া সত্ত্বেও নিজেদের গুনাহ মাফ করিয়ে নিতে পারেনি, তার চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। তাই মাহে রমজানের বাকিদিনগুলোতে সবাইকে ইবাদতে মশগুল থাকার জন্য তিনি আহ্বান জানান।