সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীর যাচনাবিমুখ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট মহানগর যুবলীগ।
বৃহস্পতিবার (১৪মে) বিকেল ৩টায় সিলেট নগরীর দর্শন দেউড়ি এলাকায় পররাষ্ট্রমন্ত্রী সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেনের পক্ষ থেকে যারা রাস্তায় দাঁড়িয়ে ত্রাণ নিতে লজ্জা বোধ করছেন তাদের হাতে ত্রাণ তুলে দিলেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।
এসময় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, যারা রাস্তায় দাঁড়িয়ে ত্রাণ সাহায্য নিতে লজ্জা বোধ করছেন আজকে তাদের হাতে আমরা ত্রাণ তুলে দিচ্ছি। তিনি বলেন, বরাবরের মতো সিলেট মহানগর যুবলীগ অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এসময় মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার বলেন, সিলেট মহানগর যুবলীগের নানামুখী মানবসেবামূলক কর্মসূচি সর্ব মহলে প্রশংসিত হচ্ছে।
নেতৃবৃন্দ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে অসহায়দের মধ্যে বিভিন্ন ত্রাণ সামগ্রীসহ বিতরণ অব্যাহত রয়েছে। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে করোনা আতঙ্ক যতদিন থাকবে, আমাদের সামর্থ্য অনুযায়ী নগরীর বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অব্যাহত রাখবো।
এসময় উপস্থিত ছিলেন ফাইয়াজ খান সলিট, আনিছুর রহমান তিতাস, রুপম আহমদ, আফজল হোসেন, সাকারিয়া হোসেন সাকির, এমদাদ হোসেন ইমু, রবিন আহমদ অপু, আল মুমিন, আবির হাসান রানা, আমিনুল ইসলাম আমিন, আকিল আহমদ, সাদিকুর রহমান সোহাগ, নুরুল ইসলাম প্রমুখ।