আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ২:৫৩

গোলাপগঞ্জে একই গ্রামে শিশুসহ তিনজন করোনায় আক্রান্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৪, ২০২০, ০৮:০০ অপরাহ্ণ
গোলাপগঞ্জে একই গ্রামে শিশুসহ তিনজন করোনায় আক্রান্ত

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জে একই গ্রামে শিশুসহ আরও তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

আক্রান্তরা উপজেলার বাদেপাশার নোয়াই গ্রামের বাসিন্দা।

আক্রান্তদের মধ্যে চার বছরের এক শিশু রয়েছে। এ নিয়ে এই উপজেলাটিতে মোট ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মে ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী।

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, আক্রান্ত ৪ বছরের শিশুটি নোয়াই গ্রামের করোনা শনাক্তের সংস্পর্শে এসেছিল। আর বাকি একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব-এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল কর্মকর্তা (৪০) ও পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের ৬৫ বছর বয়সী একজন বৃদ্ধ।

করোনা রোগীর সংস্পর্শে আসা ও সন্দেহভাজন কয়েকজনের নমুনা সংগ্রহ করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়।বৃহস্পতিবার সকালে তাদের রিপোর্ট পজিটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ ও তাদের বাড়ি লকডাউন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ১ মে গোলাপগঞ্জ উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়।

আরও পড়ুন:  ওসমানীনগরে বৃদ্ধের লাশ উদ্ধার, পরিচয় চায় পুলিশ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১