নিজস্ব প্রতিবেদক:: এবার সিলেট মেটোপলিটন পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জেদান আল মুসা।
জানা গেছে, ৩০ বছর বয়সী ওই ট্রাফিক সার্জেন্ট দুই সপ্তাহ আগে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হন। করোনাভাইরাস সন্দেহে গত রবিবার তিনি নমুনা পরীক্ষা করাতে দেন। পরে জানতে পারেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
তিনি বলেন, গতকাল বুধবার ঐ পুলিশ সদস্যের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয় জানা গেছে। তিনি আইসোলেশন রয়েছেন এবং বর্তমানে সুস্থ রয়েছেন।
জেদান আরো জানান, তার সংস্পর্শে আসা অন্যান্য পুলিশ সদস্যদেরও কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।