আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ৩:০৬

এবার করোনায় আক্রান্ত এসএমপির ট্রাফিক সার্জেন্ট

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৪, ২০২০, ০৪:৩৯ অপরাহ্ণ
এবার করোনায় আক্রান্ত এসএমপির ট্রাফিক সার্জেন্ট

নিজস্ব প্রতিবেদক:: এবার সিলেট মেটোপলিটন পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জেদান আল মুসা।

জানা গেছে, ৩০ বছর বয়সী ওই ট্রাফিক সার্জেন্ট দুই সপ্তাহ আগে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হন। করোনাভাইরাস সন্দেহে গত রবিবার তিনি নমুনা পরীক্ষা করাতে দেন। পরে জানতে পারেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, গতকাল বুধবার ঐ পুলিশ সদস্যের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয় জানা গেছে। তিনি আইসোলেশন রয়েছেন এবং বর্তমানে সুস্থ রয়েছেন।
জেদান আরো জানান, তার সংস্পর্শে আসা অন্যান্য পুলিশ সদস্যদেরও কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

আরও পড়ুন:  করোনায় দেশে ২৪২৪ জনের মৃত্যু, আক্রান্ত ১ লাখ ৯০ হাজার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১