সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

করোনাভাইরাস কখনোই যাবে না: ড. মাইক রায়ান

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৪, ২০২০, ০২:৩২ পূর্বাহ্ণ
করোনাভাইরাস কখনোই যাবে না: ড. মাইক রায়ান

আন্তর্জাতিক বার্তাঃ বৈশ্বিক মহামারী রূপ নেয়া করোনাভাইরাস নিয়ে যখন পুরো বিশ্ব চিন্তিত। প্রাণঘাতী এই ভাইরাসের ছোবল থেকে বাঁচতে বিশ্বজুড়ে যখন চলছে নানা গবেষণা।

ঠিক সেই মুহূর্তে ‘করোনাভাইরাস’ কখনোই যাবে না বলে মন্তব্য করেছেন ড. মাইক রায়ান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (হু) নির্বাহী ড. মাইক রায়ান বলেছেন, নভেল করোনাভাইরাস কখনোই দূর হবে না এবং নতুন ভাইরাসের সাথে মিশে পৃথিবীজুড়ে প্রতিবছর মানুষের প্রাণহানি ঘটাবে।

বুধবার (১৩ মে) সংস্থাটির জরুরি স্বাস্থ্য প্রোগ্রামের এই কর্মকর্তা বলেন, ‘এই ভাইরাস আমাদের মধ্যে একই ধরণের অন্য ভাইরাস রূপে আসতে পারে এবং এ ভাইরাস হয়তো কখনোই দূর হবে না। যেমনটি এইচআইভি এখনো যায়নি।’

তিনি বলেন, ‘এই দুই রোগকে তুলনা করছি না। কিন্তু আমি মনে করি বাস্তবতা মেনে নেওয়া গুরুত্বপূর্ণ। ঠিক কখন এই রোগ থেকে বিশ্ব পুরোপুরি মুক্তি পাবে এমন ভবিষ্যৎবাণী কেউ করতে পারবে— এমনটা আমি মনে করিনা। টিকা দিয়ে হয়তো আমরা এই করোনাকে সরিয়ে দিতে পারি। কিন্তু সেক্ষেত্রে টিকা সহজলভ্য করতে হবে এবং তা অত্যাধিক কার্যকরী হতে হবে।’

মহামারি করোনাভাইরাসে সারা বিশ্বে এ পর্যন্ত ৪৩ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৯৭২ জন।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০