সিলেটের বার্তা প্রতিবেদক:: মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছেই।
প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের ড. শহীদ শামসুদ্দিন হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে।
একই দিনে হাসপাতালের করোনা ইউনিট থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দু’জন।
বুধবার (১৩ মে) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই রোগীর মৃত্যু হয়। তবে তারা কেউই করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র।
এদিকে সুনামগঞ্জে নতুন করে করোনা সনাক্ত হয়েছে পাঁচ জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৯ জনে।
বুধবার (১৩ মে) রাতে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।