আজ রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৪৩

আড়াইশ’ টাকার জন্য ভাইকে খুন!

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৩, ২০২০, ১০:৪৬ অপরাহ্ণ
আড়াইশ’ টাকার জন্য ভাইকে খুন!

সিলেটের বার্তা ডেস্ক:: আড়াইশ’ টাকার জন্য আপন চাচাতো ভাইকে খুন করেছেন এক ভাই।

ঘটনাটি আজ বুধবার হবিগঞ্জের লাখাই উপজেলার ধর্মপুর গ্রামে ঘটেছে।

নিহত ইব্রাহিম মিয়া (৩৫) ওই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, চাচাতো ভাই জাকারিয়ার বোনের কাছে ইব্রাহিমের ২৫০ টাকা দেনা ছিল। এনিয়ে মঙ্গলবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাকারিয়া ঘর থেকে ফিকল (দেশীয় অস্ত্র) ইব্রাহিমের বুকে আঘাত করলে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, ইতোপূর্বেও বিভিন্ন বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি এবং ঘাতককে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন:  জগন্নাথপুরে এবতেদায়ী প্রধানকে সহ সুপার নিয়োগ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭