আজ সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, সকাল ৭:৩৭

এতেকাফ: ক্ষমা লাভের সুবর্ণ সুযোগ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৩, ২০২০, ০৫:২৬ অপরাহ্ণ
এতেকাফ: ক্ষমা লাভের সুবর্ণ সুযোগ

আজ বুধবার, ১৯ রামাযান-১৪৪১ হিজরি মোতাবেক ১৩ মে-২০২০ ইংরেজি। মাগফিরাত দশকের নবম দিন আজ।

সিলেটের বার্তার নিয়মিত আয়োজন রামাযান প্রতিদিনে আজ এতেকাফ নিয়ে লিখছেন-লুকমান হাকিম 

★হযরত আয়শা রা. বলেন, রসুল সা. সব সময় রমজানের শেষ ১০ দিন এতেকাফ করতেন। ইন্তেকাল পর্যন্ত এ নিয়ম তিনি পালন করেছেন। রসুল সা. এর ইন্তেকালের পর উম্মাহাতুল মুমেনিনগণ এতেকাফের ধারাবাহিকতা চালু রেখেছিলেন।

হযরত আবু হুরায়রা রা. বলেন, রসুল সা. প্রতি রমজানে ১০ দিন এতেকাফ করতেন। কিন্তু যে বছর
তিনি ইন্তেকাল করেন, সে বছর ২০ দিন এতেকাফ করেছিলেন। (বুখারী-মুসলিম)

রসুল সা. ইরশাদ করেন, তোমরা রামাযানের শেষ ১০ দিনের যে কোনো বেজোড় রাতে কদরের রাতকে তালাশ কর। এতেকাফের মাধ্যমে হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ রজনীর পূর্ণ তালাশ হয় ও কদরের ফজিলত ও বরকত পাওয়ার আশা করা যায়। এ দ ছাড়াও মানব আত্মার পরিশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের জন্য এতেকাফ একটি উত্তম ও শ্রেষ্ঠ পন্থা।

রামাযানের শেষ ১০ দিন বাকি আছে। এ পবিত্র সময়কে অযথা নষ্ট না করে ১০ দিনের জন্য মসজিদে এতেকাফের নিয়ত করি।

 

আরও পড়ুন:  রিলিজ হলো ফয়েজ উল কয়েসের 'আমি তোমার গোলাম'

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০