আজ শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি, বিকাল ৪:৩২

চতুর্থ দফার লকডাউনে ভারত, আর্থিক প্যাকেজ ঘোষণা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১৩, ২০২০, ০১:৫৯ পূর্বাহ্ণ
চতুর্থ দফার লকডাউনে ভারত, আর্থিক প্যাকেজ ঘোষণা

আন্তর্জাতিক বার্তাঃ প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলার চতুর্থ দফার লকডাউন ঘোষণা করা হয়েছে ভারতে।

এদিকে অর্থনৈতিক চাকা সচল রাখতে ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মঙ্গলবার (১২ মে) জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি জানান, এই আর্থিক প্যাকেজ ভারতের মোট জিডিপি-র ১০ শতাংশ।

এ সময় মোদি জানান, এই আর্থিক প্যাকেজ আগামী দিনগুলিতে বিস্তারিতভাবে জানাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং সত্‍ করদাতাদের জন্য। এই প্যাকেজের নাম ‘আত্মনির্ভর ভারত অভিযান’।
মোদি বলেন, ‘এই প্যাকেজ কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্যে, অসংগঠিত শ্রমিকের জন্য, কৃষকের জন্যে। এই প্যাকেজ মধ্যবিত্তের জন্য যারা কর দেন। এই প্যাকেজ ব্যবসায়ীদের জন্য। আগামীকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিস্তারিত জানাবেন।’

তিনি আরও বলেন, আমরা শুনেছি, ২১ শতক ভারতের৷ আমাদের সমাধান সমস্যার চেয়ে অনেক বড়। আমাদের নিজেদের বাঁচিয়ে এগিয়ে যেতে হবে। আমরা হার মানব।
তিনি জানান, যখন করোনা সঙ্কট শুরু হয়েছিল তখন ভারতে পিপিই কিট তৈরি হত না। এখন দেশে রোজ ২ লক্ষ পিপিই ও ২ লক্ষ এন৯৫ মাস্ক তৈরি হচ্ছে। আমরা বিপদকে সুযোগ বানিয়েছি৷ আজ মানবসম্পদে অনেক বেশি জোর দেওয়া হয়েছে। আর তাই ভারতের আশা অনেক বেশি। আমাদের সংস্কার আত্মনির্ভরতার কথাই বলে৷ আমরা মনে করি বিশ্ব আমাদের পরিবার। আমাদের এই আত্মনির্ভরতায় শান্তির কথা রয়েছে, জীবের কল্যাণ, বিশ্বকে পরিবার ভাবার আদর্শ রয়েছে।

একই সঙ্গে মোদির দেয়া ভাষণে আগামী ১৮ তারিখের আগে দেশটিতে চতুর্থ দফার লকডাউন এর সূচি ঘোষণা করারও কথা জানানো।

আরও পড়ুন:  টাকা নিয়ে স্বামীর সঙ্গে দ্বন্দ্বে কপাল পুড়ল সাবরিনার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০