নিজস্ব প্রতিবেদক:: মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন-অসহায় পরিবারের মাঝে সহযোগিতা অব্যাহত রেখে চলেছে মোগলাবাজার থানা পুলিশ।
প্রতিদিনই চলছে তাদের সহযোগিতা কর্মকান্ড। নিরবে-নির্বৃত্তে আর রাতের আঁধারেও সহযোগিতা চালিয়ে যাচ্ছেন ওসি আখতার হােসেনসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম’র প্রেরণায় থানা প্রাঙ্গণে ৪টি অসহায় পরিবারের মাঝে নগদ অর্থসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মোগলাবাজার থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পলাশ রঞ্জন দে ও অফিসার ইনচার্জ আখতার হোসেনসহ থানা পুলিশের অন্যান্য পুলিশ সদস্যরা।