সিলেটের বার্তা প্রতিবেদক:: সিলেটের জৈন্তাপুরে সবজি চাষের জমিতে গাঁজা চাষের দায়ে শ্রীঘরে পাঠানো হয়েছে চাষী মফিজ উদ্দিন (৬২) নামের এক চাষীকে।
এসময় আটক চাষীর গাঁজা চাষের বাগান থেকে ৬টি গাছও উদ্ধার করে পুলিশ।
জৈন্তাপুর উপজেলার লামনীগ্রাম (উত্তরপাড়) এলাকার রায়হান আহমদের বসতবাড়ির সংলগ্ন সবজি চাষে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
আটক মফিজ উদ্দিন লামনীগ্রাম (উত্তরপাড়) এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে।
এ ঘটনায় জৈন্তাপুর মডেল থানায় একটি মামলা (১০(০৫)২০) দায়ের করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, রোববার দুপুরে এক সবজি চাষীর জমি থেকে ৬ টি গাঁজার গাছ জব্দ করার পর সোমবার রাতে আসামি মফিজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।