সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মানিক পীর (রহ.) গোরস্থানে চির নিদ্রায় ডা. মীর মাহবুব আলম

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১২, ২০২০, ০৬:০৩ অপরাহ্ণ
মানিক পীর (রহ.) গোরস্থানে চির নিদ্রায় ডা. মীর মাহবুব আলম

শিক্ষাঙ্গন বার্তা:: সিলেট নগরীর কুমারপাড়াস্থ হযরত মানিক পীর (রহ.) গোরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন ডা. মীর মাহবুব আলম।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে পারিবারিকভাবে সিলেট নগরীর মানিক পীর (রহ.) কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার ভোররাত ৩টা ২৫ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস ও লিভার সিরোসিসে ভুগছেন। কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত বুধবার প্রথমে নগরের একটি বেসরকারি হাসপাতালে এবং পরে ওসমানী হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে ঐদিন রাতেই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

করোনার কিছু উপসর্গ থাকলেও ডা. মীর মাহবুল আলম করোনা আক্রান্ত ছিলেন না বলে নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি বলেন, ‘কিছু উপসর্গ থাকলেও তিনি করোনা আক্রান্ত ছিলেন না। চার বার তার নমুনা পরীক্ষা করা হয়েছে, প্রতিবারই ফলাফল নেগেটিভ এসেছে।’


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১