সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

করোনায় নতুন আক্রান্ত ৯৬৭ জন, মৃত বেড়ে আড়াইশ’

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১২, ২০২০, ০৩:১২ অপরাহ্ণ
করোনায় নতুন আক্রান্ত ৯৬৭ জন, মৃত বেড়ে আড়াইশ’

সিলেটের বার্তা ডেস্ক:: মহামারী করোনাভাইরাসে দেশে একদিনে আক্রান্ত হয়েচেন ৯৬৭ জন এবং নতুন আরও ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে আড়াইশ’-তে দাঁড়িয়েছে।

আক্রান্ত ৯৬৭ জন নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৬৬০ জন-এ দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৭৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯৬৭ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৬৬০ জন। গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৫০ জনের মৃত্যু হয়েছে।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২৪৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩ হাজার ১৪৭ জন।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১