আজ সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, সকাল ৯:০৪

ওসমানীর সার্জারী বিভাগের প্রধান ডা. মীর মাহবুব আর নেই

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১২, ২০২০, ০৫:৩১ পূর্বাহ্ণ
ওসমানীর সার্জারী বিভাগের প্রধান ডা. মীর মাহবুব আর নেই

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের বিশিষ্ট চিকিৎসক ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর সার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. মীর মাহবুবুল আলম (৭২) আর নেই (ইন্না লিল্লাহ…. রাজিউন)।

তিনি মঙ্গলবার ভোররাত ৩টা ২৫ মিনিটে তিনি ওসমানী হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এ্যানেসথেশিয়া বিভাগের প্রধান ডা. মাইনুল ইসলাম ডালিম।

শারীরিক নানা অসুস্থতা নিয়ে গত বুধবার ওসমানী হাসপাতালে ভর্তি হন ডা. মীর মাহবুবুল আলম। শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সাইন্সের ডিন ছিলেন।

ডা. মীর মাহবুবুল আলম (৭২) দীর্ঘদিন ধরেই ডায়াবেটিস ও লিভার সিরোসিসে ভুগছেন। কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার প্রথমে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। এরপর সেখান থেকে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, কিছু উপসর্গ থাকলেও ডা. মীর মাহবুবুল আলম করোনা আক্রান্ত ছিলেন না। চারবার তার নমুনা পরীক্ষা করা হয়েছে, প্রতিবারই ফলাফল নেগেটিভ এসেছে।

আরও পড়ুন:  দূরত্ব ঘুচালো জমিয়ত, সিলেটের মাঠে সরব ইসলামি দল

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০