আজ রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৩৬

চলে গেলেন ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামি

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১২, ২০২০, ০৩:০১ পূর্বাহ্ণ
চলে গেলেন ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামি

সিলেটের বার্তা ডেস্ক:: দেশের বিশিষ্ট আলেম ও ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামি আর নেই (ইন্না…রাজিউন)।

সোমবার বাদ মাগরিব ইসলামি ব্যাংক হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয় আওয়ার ইসলামকে নিশ্চিত করেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

তিনি আওয়ার ইসলামকে জানান, আজ ইফতারের আগে হঠাৎ অসুস্থতা বোধ করলে তাকে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে নেয়া হয়। এবং সেখানেই তিনি ইন্তিকাল করেন।

চিকিৎসকদের বরাত দিয়ে মাওলানা আব্দুল লতিফ নেজামী ভাতিজা স্বপন আহমেদ জানান, মস্তিষ্কের রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

২০১২ সালে মুফতি ফজলুল হক আমিনীর ইন্তেকালের পর ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান হন মাওলানা আবদুল লতিফ নেজামী। দলটি চারদলীয় জোট গঠন থেকে শুরু করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের গুরুত্বপূর্ণ শরিক ছিলেন।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২০১৬ সালের ৭ জানুয়ারি ইসলামী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলনে চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী ঘোষণা করেছিলেন, ‘২০ দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।’

 

আরও পড়ুন:  নারায়ণগঞ্জে বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ, যুবদল কর্মী নিহত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭