আজ বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ১০:৪৮

গোলাপগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত মে ১১, ২০২০, ১০:৫১ অপরাহ্ণ
গোলাপগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী

লাশ উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত

সিলেটের বার্তা প্রতিবেদক:: সিলেটের গোলাপগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন ঘাতক স্বামী। নিহত শিল্পী বেগম (৩৮) উপজেলার দক্ষিণ বাঘা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।

আজ সোমবার (১১ মে) দুপুরে বাঘা ইউনিয়নের উত্তর বাঘা মাঝের মহল্লা গ্রামে এ ঘটনা ঘটেছে।

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী এনাম উদ্দিন (৪৫) পলাতক রয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, গত কয়েকদিন ধরে এনাম উদ্দিন দ্বিতীয় বিয়ের অনুমতি দেওয়ার জন্য স্ত্রী শিল্পী বেগমকে চাপ প্রয়োগ করছিলেন। এ নিয়ে সোমবার দুপুরে এনাম উদ্দিন ও শিল্পী বেগমের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে এনাম উদ্দিন উত্তেজিত হয়ে স্ত্রীর গলায় দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলেই শিল্পী বেগম মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ অভিযুক্ত এনাম উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:  কারণ ছাড়াই বাড়ছে পেঁয়াজ আলু ও ভোজ্যতেলের দাম

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১