সিলেটের বার্তা ডেস্ক:: মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে আজ দিশেহারা দেশের মানুষ। কর্মহীন হয়ে পড়া অসহায় মানবতার কল্যাণে প্রতিনিয়ত সহযোগিতার হাত সম্প্রসারিত করে যাচ্ছে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ।
এরই ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশের যাচনাবিমুখ আলেম-উলামাদের নুসরাতে অগ্রণী ভূমিকা রাখলো ইউরোপ জমিয়ত।
সম্প্রতি জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের উদ্যোগে ৪ লাখ ২২ হাজার টাকার আর্থিক সহায়তা তহবিল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কাছে পৌঁছানো হয়।
যা ইউরোপের প্রায় ৩৪ টি শাখার দায়িত্বশীল নেতাকর্মীদের দেয়া সহায়তায় তৈরী হওয়া প্রায় চার লক্ষ ২২হাজার টাকা দিতে জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ শাখা সক্ষম হয়েছে।
ইতোমধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি মুফাক্কিরে ইসলাম আল্লামা শায়খ জিয়াউদ্দিন সাহেব ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেবের তত্ত্বাবধানে বাংলাদেশ বিভিন্ন জেলার কওমি আলেমদের কাছে পৌঁছানোর কার্যক্রম চলছে।