মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় হারুন অর রশিদ নামে এক কৃষি কর্মকর্তার মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত হারুন অর রশিদ নামে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সেরুডাঙ্গা গ্রামের আবুল কাসেমের ছেলে ও নোয়াপাড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা।
আজ সোমবার (১১ মে) দুপুরে ঢাকা সিলেট মহা সড়কের নোয়াপাড়া এলাকায় একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যুর হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান চৌধুরী।