সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে এক শিশুর প্রাণহানীর ঘটনা ঘটেছে।
নিহত শিশু মেহেদী হাসান রুমেল বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের গাছতলা এলাকার হাজী রুস্তুম আলীর কলোনীর ভাড়াটিয়া রুবেল আহমদের ছেলে।
রোববার সকালে কলোনীর পার্শ্ববর্তী পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রোববার বিকেলে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে গাছতলা এলাকার রুস্তুম আলীর কলোনীর ভাড়াটিয়া রুবেল আহমদের ছেলে পরিবারের সকলের অগোচরে কলোনীর পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। পরে তার মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করেন স্থানীয়রা।
পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।