
সিলেটের বার্তা রিপোর্ট:: পর্নোগ্রাফির অভিযোগে সুমি বেগম নামে এক নেত্রীকে বহিস্কার করেছে সিলেটের জৈন্তাপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ।
বহিষ্কৃত সুমি বেগম উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি।
আজ রবিবার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জয়মতি রানী ও সাধারণ সম্পাদক রোটারিয়ান তাসলিমা বেগম রিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
উপজেলা মহিলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, সম্প্রতি সিলেটের বিভিন্ন গণমাধ্যমে সুমি বেগমের বিরুদ্ধে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ধর্ষণে সহযোগিতা নিয়ে সংবাদ প্রকাশ হয়।
এতে বাংলাদেশ আওয়ামী লীগের সুনাম অক্ষুন্ন হয়। যার ফলে সুমি বেগমকে সাময়িকভাবে বহিষ্কার এর সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য যে, বহিস্কৃত সুমি বেগমকে পর্নোগ্রাফি ভিডিও ধারণের অভিযোগে র্যাব আটক করেছে

জৈন্তাপুর মহিলা আওয়ামী লীগের বহিস্কার সংক্রান্ত নোটিশ।